Kolkata Extends Lockdown- ১৫ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো লকডাউন, দেখে নিন কি খোলা থাকবে



কলকাতা:  পশ্চিমবঙ্গ সরকার, করোনাভাইরাসের পরিস্থিতি দেখে, বৃহস্পতিবার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে এবং রাজ্যে Covid বিধিনিষেধকে ১৫ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছেন এবং তাদের কাছে আবেদন জানিয়েছেন যেন এটিকে লকডাউন না বলা হয়। কোভিড সংখ্যা নেমে এসেছে। অর্থনীতির অবস্থা ঠিক রাখতে সম্পূর্ণ লকডাউন হবে না। 


মে মাসের শুরুর দিকে ঘোষিত বিধিনিষেধগুলিই থাকবে নতুন লকডাউন পিরিয়ডের মধ্যে।

দেখে নিন কি খোলা থাকবে আর কতক্ষন খোলা থাকবে -

  • হোম ডেলিভারি ( খাবার এবং ই-কমার্স  ) এবং অন্যান্য অনলাইন পরিষেবাগুলির মতো সমস্ত জরুরী পরিষেবা চালু থাকবে। 
  • মুদি দোকান এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রয় দোকান খোলা থাকবে, সকাল 7 থেকে 10 টা পর্যন্ত। 
  • মিষ্টির দোকান খোলা থাকবে ১০টা থেকে ৫টা পর্যন্ত। 
  • শিল্পগুলি বন্ধ থাকবে, তবে চা বাগানগুলি কাজ করতে পারে, যদিও এটি কেবল 50% লোক নিয়ে।  
  • রাট ৯টা থেকে ভোর ৫টা অবধি বাইরে জমায়েত করা যাবে না। 
  • বিবাহের সময়ে সর্বাধিক ৫০জন অতিথি উপস্থিত থাকতে পারবে। 

DUARE KHABAR, এবার দুয়ারে খাবার প্রকল্প চালু করা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।

এদিকে, বুধবার পশ্চিমবঙ্গে ১৬২২৫ টি নতুন কোভিড -১৯ সংক্রমণ হয়েছে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য দফতর।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘আমরা একে লকডাউন বলছি না। আমরা বলছি বিধিনিষেধ। এর আগে যা যা বিধিনিষেধ ছিল, সেগুলিই বজায় থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ বাইরে বেরোবেন না। বাজার, মিষ্টির দোকান, শাড়ি, গয়নার দোকান যে রকম নিয়ম মেনে খুলছিল সে রকমই খুলবে। শুধু জুটমিলে কর্মীর সংখ্যা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের টিকা নেওয়া হয়ে গেলে তাঁরা কাজ করতে পারবেন।"

Post a Comment