২০২১ এর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার আনুমানিক সময় জানালেন মুখ্যমন্ত্রী



Madhyamik Exam 2021:  অবশেষে জানা গিয়েছে এ বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়, জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা,অগস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক পরীক্ষা এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

উচ্চমাধ্যমিক পরীক্ষা আগে নেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী দের কলেজে ভর্তির ব্যাপার থাকে , তাই তাদের বেশি সময়ের দরকার পড়বে, তিনি বলেছেন , ‘‘উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন কলেজে ভর্তির ব্যাপার থাকে। তাই ওই পরীক্ষা আগে নেব। মাধ্যমিক তো আমাদের ঘরের ব্যাপার। তাই ওটা পরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’’


এই কোভিড অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষায় আনা হয়েছে কিছু বদল জানিয়েছেন তিনি। 

মাধ্যমিক পরীক্ষা ৩ ঘণ্টার বদলে হয়ে চলেছে এবার দেড় ঘণ্টায়। এছাড়াও জানা গিয়েছে শুধু মাত্র আবশ্যিক ৭টি ববিষয়ের পরীক্ষা নেওয়া হবে, এবছর ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। নিজ নিজ স্কুল ওই বিষয় গুলির নম্বর দেবে ।

এছাড়াও যান চলাচল এর অসুবিধা কমাতে এই বছর ছাত্র ছাত্রীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দেবে,নিজের স্কুলেই সিট পড়লে তাদের যাতায়াতের সুবিধা হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


মুখ্যমন্ত্রী এছাড়াও কিছু বিকল্পের কথা জানিয়েছেন । মাধ্যমিক পরীক্ষা তিন ঘন্টার বদলে দেড় ঘণ্টায় শেষ হবে তাতে , তিন ঘন্টায় যতগুলি প্রশ্নের উত্তর দিতে হতো, দেড় ঘণ্টায় দিতে হবে তার অর্ধেক। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ের যত কম পরীক্ষা নেওয়া যায় সে ব্যাপারে দেখার জন্য পর্ষদকে অনুরোধ করেছেন তিনি।

Post a Comment