DUARE KHABAR, এবার দুয়ারে খাবার প্রকল্প চালু করা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।


 

Duare Khabar: রেড ভলান্টিয়ার্স দের পর এবার দুয়ারে খাবার পৌঁছে দিচ্ছে তৃণমূল। প্রতিদিন বরাদ্দ থাকছে ২০০ জন করোনা রোগীর খাবার যা সরাসরি বাড়িতে পৌঁছে দেওয়া হবে। মেনুতে থাকছে ভাত, সবজি, ডিমের ঝোল আর চাটনি। বিনামূল্যে সংক্রমিতদের কাছে পৌঁছে যাবে এই পুষ্টিকর খাবার, বাঁকুড়ায় করোনা আক্রান্তদের সমস্যা মেটাতে দুয়ারে খাবার এর কর্মসূচি নিল তৃণমূল। শুধু একটি নাম্বার এ যোগাযগ করলেই পৌঁছে দেওয়া  হবে খাবার।


হোম আইসোলেশনে থাকার ফলে বেশিরভাগ পরিবারের ক্ষেত্রে রান্না করা সম্ভব হচ্ছে না, বা হয়তো বাড়িতে রান্না করার অবস্থা নেই, তাদের জন্যই এই বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করেছেন বাঁকুড়া ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তবে চেষ্টা করা হচ্ছে পরবর্তীতে এই ব্যাবস্থা চালু হবে জেলাজুড়ে।


এদিকে, পূর্ব বর্ধমানের কালনায় করোনা আক্রান্তদের জন্য নিখরচায় টোটো অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেছে শাসক দল।

এই সঙ্কটকালে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র গুলিতে যাওয়ার জন্য গাড়ি নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে করোনা আক্রান্তদের পরিবারের , অ্যাম্বুলেন্স চালকরা যা ভাড়া চাইছেন তা দেওয়া সম্ভব হচ্ছে না বেশিরভাগ পরিবারের ক্ষেত্রেই। তাই রবিবার থেকে বিনামূল্যে শুরু হল টোটো অ্যাম্বুল্যান্স পরিষেবা। টোটোয় রয়েছে ফোন নম্বর। একটি ফোন করলেই পৌঁছে যাবে বাড়িতে।

Post a Comment