ঘূর্ণিঝড়ের ফলে শ্বাসকষ্ট বাড়তে পারে কোভিড আক্রান্তদের পাশাপাশি অনেকেরই



ঘূর্ণিঝড়ের সময়ে বাড়তে পারে শ্বাসকষ্টের সমস্যা, এমনই জানাচ্ছেন চিকিৎসকেরা। ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে আতঙ্কে রাজ্যের বহু মানুষ। অনেক রকম ভাবে সতর্কতা নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকেও, তবে জানা যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়তে পারে করোনা আক্রান্তদের স্বাস্থের উপর।

এমনিতেই দেশে করোনা সংক্রমণের জন্য শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পয়েছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে তা আরো বাড়বে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। এর কারণ হলো ঝড়ের সময় বাতাসে প্রচুর ধূলিকণা উড়তে থাকে। সেগুলি ফুসফুস ঢুকে শ্বাসকষ্টের সমস্যা বাড়িয়ে দিতে পারে। এছাড়াও ওই বাতাসে বৃষ্টিকণা এবং অ্যালার্জি সৃষ্টি করে এমন অনেক উপাদান ও মিশে থাকে, যা আমাদের ফুসফুসে প্রবেশ করে শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়।


এছাড়াও ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রার পরিবর্তনেও শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা, দীর্ঘদিনের শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা কম, তবে করোনা আক্রান্তদের বা যারা কোভিড সরিয়ে উটেছেন , তাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সম্ভাবনা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এমতাবস্থায় কি করণীয় শ্বাসকষ্ট রোগীদের ক্ষেত্রে ? চিকিৎসকেরা বলছেন, করোনা আক্রান্তদের যাদের শ্বাসকষ্ট রয়েছে, বা সাধারণ শ্বাসকষ্ট রোগীদের এই সময় এমন জায়গায় থাকতে হবে যেখানে ধুলো বালি একেবারেই ঢুকবে না।

Post a Comment