Covid Vaccine, দিনে ১ কোটি কোভিড ভ্যাকসিন দেওয়ার দাবি আইসিএমার এর



দিনে ১ কোটি কোভিড ভ্যাকসিন দেওয়ার দাবি আইসিএমার এর, টিকা মিশ্রনে নারাজ কেন্দ্রীয় সরকার 

জুলাই বা অগস্টের শুরুতে প্রতিদিন ১ কোটি লোককে টিকা দেওয়া হবে বলে জানাচ্ছেন আইসিএমআর-র ডিজি বলরাম ভার্গব, দেশে কোভিড ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই বলে জানালেন কেন্দ্রীয় সরকার। 

প্রতিদিন ১ কোটি লোককে টিকা দেওয়ার মতো পর্যাপ্ত টিকা থাকবে বলে মঙ্গলবার জানা গিয়েছে আইসিএমআর এর তরফ থেকেও। এছাড়াও কেন্দ্রীয় সরকার ডিসেম্বরের মধ্যে দেশের সব নাগরিককে টিকা দেবেন এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন। 

এছাড়াও দেশে টিকা মিশ্রনের গুঞ্জন শোনা গিয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, অর্থাৎ, প্রথম টিকাটি নেওয়ার পর, দ্বিতীয় বারে অন্য টিকা দেওয়া হতে পারে, তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কি না, তা খতিয়ে দেখা হতে পারে, তবে আপাতত সেই পথে চলতে চাইছেন না কেন্দ্রীয় সরকার। 

আলাদা সংস্থার টিকার মিশ্রণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যত ক্ষণ না এই বিষয়ে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ মিলছে, তত ক্ষণ এই নিয়ে কোনো সিদ্ধান্তে পৌছবেন না কেন্দ্রীয় সরকার এমনটাই জানা গিয়েছে । যাঁরা কোভিশিল্ড পাচ্ছিলেন, তাঁরা দ্বিতীয়বারেও কোভিশিল্ড পাবেন, কোভ্যাক্সিনের ক্ষেত্রেও সেই নিয়ম থাকবে।কেন্দ্রীয় সরকার নিযুক্ত করোনা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে কোভিশিল্ডের দ্বিতীয় টিকা ১২ সপ্তাহ পর দেওয়া হচ্ছিল, তেমনই দেওয়া হবে, কোভ্যাক্সিন দেওয়া হবে ৪-৬ সপ্তাহ পর। দুটি টিকার মিশ্রিত প্রয়োগ শরীরে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে এখনও গবেষণা চলছে, এর প্রভাব ভালো বা খারাপ দুই হতে পারে, তাই সরকার এখনই কোনও সিদ্ধান্ত বদল করছে না।

Post a Comment